নোয়াখালীতে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী উৎযাপন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শিশু দিবস-২০১৯ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী।

রোববার সকাল দশটায় হাতিয়া সরকারি কলেজের উদ্যোগে দিবসটি পালন করা হয়। সকালে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। এরপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত দাস গুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ তোফাহেল হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকার প্রমুখ।

অধ্যক্ষ প্রফেসর দেবব্রত দাস গুপ্ত বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তাদের হাত ধরেই এই বাংলাদেশ পরিপূর্ণতা পাবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: